ঢাকা    সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪   সন্ধ্যা ০৬টা ৩৮ মিনিট   গণমাধ্যমের শিরোনাম

শুরুতে ৫৭ পয়েন্ট বেড়ে শেষে ঋণাত্মক ডিএসইএক্স সূচক

প্রকাশক: সমকাল

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে দুই শতাধিক শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে শতাধিক শেয়ারের দরপতনে দিনের লেনদেন শুরু হয়। তবে লেনদেন শেষ হয় উল্টো ধারায়। এদিন ১০৮ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ২৩০টি দর হারিয়েছে, অপরিবর্তিত ৫৭টির দর।
লেনদেনের শুরু ও শেষের এই অবস্থার প্রতিফলন ছিল মূল্য সূচকে। দুপুর ১২টার আগ মুহূর্তে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে ৫৭৯২ পয়েন্ট ছাড়ায়। স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার আগ মুহূর্তে দিনের সর্বোচ্চ অবস্থান থেকে ৬৭ পয়েন্ট হারিয়ে ৫৭২৫ পয়েন্ট পর্যন্ত নামে। আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩০ পয়েন্ট কমে ৫৭৩৪ দশমিক ৯৭ পয়েন্টে থামে এ সূচক।
এ অবস্থার কারণ জানতে চাইলে শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, গত বুধ ও বৃহস্পতিবার মিলে বেশ কিছু শেয়ারের দর বাড়ে। গতকাল লেনদেনের প্রথম দুই ঘণ্টায় শেয়ারদর বাড়ার পর অনেকের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে।
এর মধ্যে ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধিও অন্য অনেক খাতের শেয়ারের দর কমার কারণ হতে পারে বলে মনে করেন কয়েকটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা। তাদের মতে, অতীতে দেখা গেছে, ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি বা হ্রাসের প্রভাব অন্য খাতের বিপরীত প্রভাব দেখা যায়।
অবশ্য খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল ডিএসইর লেনদেন প্রায় ৮১ কোটি টাকা বাড়লেও এর মধ্যে ব্যাংক খাতের লেনদেন সাড়ে ৮ কোটি টাকা বেড়ে ৯৬ কোটি টাকা হয়েছে। সর্বাধিক ৪৪ কোটি টাকার লেনদেন বেড়ে আইটি খাতের লেনদেন ৫৬ কোটি টাকায় উন্নীত হয়। যদিও খাতের বেশির ভাগ শেয়ার দর হারিয়েছে। আবার বস্ত্র এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে সম্মিলিতভাবে ৬৮ কোটি টাকার লেনদেন বাড়লেও বেশির ভাগ শেয়ার দর কমেছে।

ব্যাংক খাতের বাইরে অন্য সব খাতের বেশির ভাগ শেয়ার দর হারিয়েছে। তালিকাভুক্ত ৩৬ ব্যাংক কোম্পানির মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে সাতটির এবং বাকিগুলোর দর অপরিবর্তিত। সাত ব্যাংকের শেয়ারদর কমার পরও সার্বিকভাবে এ খাতের ১ শতাংশের ওপর দরবৃদ্ধি ডিএসইএক্স সূচকে ৩৪ পয়েন্ট যোগ করে। 
বাকি খাতগুলোর মধ্যে কাগজ ও ছাপাখানা খাতের ছয় কোম্পানির গড়ে সর্বাধিক প্রায় ৪ শতাংশ দরপতন হয়েছে। পাট খাতের তিন কোম্পানির দরপতন হয়েছে গড়ে প্রায় ৩ শতাংশ। বীমা খাতের তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ৩৫টির। 

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক
গতকাল বিএসইসির সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ জানান, বিএসইসির সার্ভিল্যান্স ব্যবস্থার উন্নয়ন এবং সুশাসন ফেরাতে বিশ্বব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে। কমিশনার ফারজানা লালারুখ বলেন, ২০১২ সালে চালুর পর সার্ভিল্যান্স ব্যবস্থার আর হালনাগাদ করা হয়নি। এটা বড় সমস্যা। উন্নত ভার্সনের সার্ভিল্যান্স ব্যবস্থা নেওয়ার জন্য সহায়তা চাওয়া হয়েছে।