ঢাকা    সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪   সন্ধ্যা ০৬টা ৪৩ মিনিট   গণমাধ্যমের শিরোনাম

শুরু হচ্ছে শাকিবের নতুন মিশন

প্রকাশক: আমাদের সময়

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। একের পর এক সিনেমা দিয়ে দর্শক মাতিয়ে যাচ্ছেন। সবশেষ তিনটি ব্লকবাস্টার (‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান) সিনেমা শাকিবকে নিয়ে গেছে বিশ্ব দরবারে, সিনেমাপ্রেমীদের কাছে।

শাকিবের এবার নামছেন নতুন মিশনে। তাকে নিয়ে ‘বরবাদ’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন শতাধিক নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম সিনেমা। গেল বছর অক্টোবরে ‘বরবাদ’-এ চুক্তিবদ্ধ হন শাকিব। আর আগামী মাসে শুটিংয়ের মাঠে যাচ্ছেন নায়ক-নির্মাতাসহ পুরো টিম।

নির্মাণের আগে সিনেমাটি নিয়ে কথা বলতে নারাজ মেহেদী হাসান হৃদয়। জানিয়েছেন, ‘বরবাদ’ থাকছে অনেক চমক।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! আর এর ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ধাঁচের সিনেমা। অ্যাকশনের দৃশ্যগুলো পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগু’র অধিকাংশ সিনেমায় কাজ করে থাকেন।

এছাড়া এতে কাজ করবেন মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে তার ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পালকে।

নির্মাতা হৃদয় বলেন, ‘প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুই না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এটুকু বলতে চাই, দর্শকরা একবার “বরবাদ” টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।’