চেন্নাই টেস্টে ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচসেরা রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে অশ্বিনের সেঞ্চুরিতেই বিপদ কাটিয়েছে ভারত। ১৪৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়া ভারতকে টেনে তুলেছেন অশ্বিন। জাদেজার সঙ্গে ১৯৯ রানের জুটি গড়েছেন। থেমেছেন ১১৩ রানে। এমন ইনিংস খেলে অশ্বিন বাহবা পেলেও তার ওপর বড্ড অভিমান করেছেন তার স্ত্রী প্রীতি নারায়ণান। কেননা, সেঞ্চুরি হাঁকানোর পর গ্যালারিতে খেলা দেখতে আসা স্ত্রীর দিকে তাকাননি অশ্বিন।
চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারানোর পর ম্যাচসেরা অশ্বিনকে দেখা গেছে স্ত্রীর সঙ্গে খুনসুটিতে মাততে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হয়ে অশ্বিনের ইন্টারভিউ নেন প্রীতি। সঙ্গে ছিল তাদের দুই মেয়ে। আর সেইসময়ই খুনসুটিতে মাতেন অশ্বিন-প্রীতি।
অশ্বিন এবং প্রীতির সেই মজাদার কথোপকথন
প্রীতি: তোমার কি মনে হয় না (নিজেকে দেখিয়ে) তোমার এনার্জি বাড়িয়ে দেয়? (হাসি)
অশ্বিন: (হাসি)… ওর অভিযোগ ছিল, (চিপক টেস্টের) প্রথমদিনে ওর দিকে তাকায়নি (হাসি)। আমি ওদের দেখতে পাইনি। যখন ম্যাচ খেলতে নামি, তখন পরিবারের দিকে তাকানোর কাজটা কঠিন হয়। তবে আমি মনে করে (পরিবারের দিকে) তাকাই। কারণ বাচ্চারা বলতে থাকে যে কেন আমাদের হাই বলোনি?
প্রীতি: (অশ্বিনের কথার মধ্যেই হাসতে থাকেন) এখানে নিজেকে ডিফেন্ড (আত্মপক্ষ সমর্থনের) করার জন্য এক সেকেন্ড নেব (হাসি)।
অশ্বিন: তোমায় আত্মপক্ষ সমর্থন করতে হবে না (হাসি)।
প্রীতি: (হাসি) আমি সবসময় হাই বলি না। যখন তুমি সকাল নটা থেকে বিকেল পাঁচটা থেকে বসে থাকো, তখন শুধু দেখি যে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে রাজ ….। তবে পরের দু'দিনে সেটা পুষিয়ে দিয়েছ।
অশ্বিন: হ্যাঁ, সেটা আমি করেছি। আর তুমি ভালো জায়গায় ছিলে, যেখান থেকে আমি তোমায় দেখতে পেতাম।
প্রীতি: (হাসি) হ্যাঁ। অভিনন্দন। চেন্নাইয়ে দ্বিতীয় শতরান এবং ফের পাঁচ উইকেট নেওয়ার জন্য।