গল টেস্টের চতুর্থ দিন শেষে ৬৮ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। উইকেটে তখনও রাচিন রবীন্দ্র ৯১ রানে অপরাজিত থাকায় শেষ দুই উইকেট নিয়েই জয়ের স্বপ্ন দেখেছিল কিউইরা। তবে তাদের সেই স্বপ্ন পঞ্চম দিনে একাই গুঁড়িয়ে দিয়েছেন লংকান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। তার বোলিং তোপের মুখে ১৫ মিনিটও টিকতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। গল টেস্টে স্বাগতিক শ্রীলংকা জয় পায় ৬৩ রানের ব্যবধানে।
গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৫ রান করে শ্রীলংকা। জবাবে ৩৪০ রান করে প্রথম ইনিংস শেষ হয় সফরকারীদের। তবে দ্বিতীয় ইনিংসে লংকানরা পাল্টে দেয় পাশার দান। ৩০৯ রান করে শেষ হয় লংকানদের ইনিংস। তাতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রানের।
যেই লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। রাচিন রবীন্দ্রর ৯২ রানের ইনিংস ছাড়া তেমন কেউ ইনিংস টানতে পারেননি। এরপরও উইকেটে রাচিন থাকায় শেষ দিনে নাটকীয় জয়ের স্বপ্ন দেখেছিল কিউইরা।
তবে তাদের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছেন জয়াসুরিয়া। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলেছেন তিনি। হয়েছেন ম্যাচসেরা।